বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের যোগযাজশের কোনো অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পায়নি এনসিবির বিশেষ তদন্তকারী দল।
বুধবার (০২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র বা আন্তর্জাতিক মাদক চক্রের যোগযাজশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এছাড়া এনসিবি অভিযান পরিচালনা করে গত ২ অক্টোবর ক্রুজ থেকে তাকে আটক করা হয় সেখানেও একাধিক অনিয়ম রয়েছে। আর সিট (SIT) জানিয়েছে, সঠিক প্রোটোকল অনুযায়ী ওই অভিযান পরিচালনা করা হয়নি। এনসিবির মুম্বাই ইউনিটের পক্ষ থেকে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে এই বিশেষ তদন্তকারী দল।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।