ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২৩তম দিনে কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৮ মার্চ) ওকসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, তার দল ইয়ং থিয়েটার, একটি বিবৃতি জারি করেছে যাতে লেখা ছিল, ‘কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট গোলাগুলির সময়, ইউক্রেনের জনপ্রিয় শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন’।

হলিউড রিপোর্টার অনুসারে, ওকসানার বয়স ছিল ৬৭ বছর। তিনি ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মানে ভূষিত হয়েছিলেন। ইয়ং থিয়েটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছে,’ প্রতিভাবান অভিনেত্রীর উজ্জ্বল স্মৃতি সর্বদা আমাদের মনে থাকবে। আমাদের দেশে যে শত্রুরা এসেছে তাদের কোনো ক্ষমা নেই’।