বিনোদন প্রতিবেদক: আজ থেকে এক দশক আগে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পে ও শাহ আলম কিরণের পরিচালনায় ‘উকিল ডেকেছিল’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ ঘটে এমএ সালাম সুমনের। সে নাটকে তার বিপরীতে ছিলেন হোমায়রা হিমু। দীর্ঘ এক দশক পর আবারও হিমু সেই একই নায়কের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন।

নাটকের নাম ‘তবুও হাসতে হয়’। নাটকটি রচনা করেছেন অপূর্ব আমিন এবং পরিচালনা করেছেন রেজা মাহমুদ। নাটকটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। মাঝখানে বেশ কয়েক বছর বিরতিতে থেকে আবারও অভিনয়ে এসেছেন সুমন। এখন তিনি নিয়মিত একক নাটকে এবং ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বলে জানিয়েছেন।

সুমন বলেন, ‘মাঝে অভিনয়ে বিরতিতে থাকলেও আবারও প্রাণের টানে অভিনয়ের দুনিয়ায় ফিরে আসা। নির্মাতা, সহশিল্পীসহ প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নাটকটির গল্প খুব চমৎকার।

অনেকদিন পর হিমুর সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লাগলো।’ হোমায়রা হিমু বলেন, ‘সুমনের সঙ্গে ১০ বছর আগে কাজ করেছিলাম। সময় এত দ্রুত চলে যায় সুমনের সঙ্গে কাজ করে আবারও তা উপলব্ধি করলাম। নাটকটি ভালো হয়েছে।