তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত ‘৫০ লাখ’ নাটকটি ইউটিউবে একদিনে মিলিয়ন ভিউ পার করেছে। নতুন বছরে ভিউয়ের দিক থেকে এগিয়ে থাকা এটাই প্রথম নাটক।
এরইমধ্যে নাটকটি ১৩ লাখ ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।মুশফিক আর ফারহান বলেন, নাটকটির যখন কাজ করি তখনই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল।
এর গল্প ও নির্মাণশৈলী চমৎকার হয়েছে। আমরাও চেষ্টা করেছি নিজেরে সেরাটা দিতে। এরইমধ্যে সবাই খুব পছন্দ করছে নাটকটি। নাটকটি নিয়ে মাহি বলেন, খুব আলাদা গল্পের একটি নাটক। এরইমধ্যে অনেক ভালো সাড়া মিলছে। আশা করছি নাটকটি সময়ের সঙ্গে আরো ভালো অবস্থানে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।