সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। বর্তমানে মনি রত্নমের ‘পোন্নিইন সেলবান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া। ভারতের মধ্যপ্রদেশে হচ্ছে এর দৃশ্যধারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে শুটিং সেট থেকে এই অভিনেত্রীর লুক ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিতে রানির লুকে ভারী শাড়ি-গহনায় দেখা গেছে বচ্চন বধূকে। একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে আয়না। চুলে নানা রকম গহনা, সিল্কের দামি শাড়ি পরে ঐশ্বরিয়া। তার পাশে সিনেমার অন্য কলাকুশলীরা।
জানা গেছে, সিনেমার গল্পটি ১০ শতকের। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়। তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে যড়যন্ত্র করেন। কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন।
সিনেমাটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এতে নন্দিনী ও তার মা মন্দকিনি দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ঐশ্বরিয়া ছাড়াও সিনেমাটিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, অথর্ব্য মুরালি, নাসের, আর পার্থিবন, শরৎকুমার, কীর্তি সুরেশ, অমলা পাল এবং রাশি খান্না অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।