পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ভারতের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এছাড়াও সংগীতশিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকার, বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, টিভি অভিনেত্রী সারিতা জোশি এবছর এই সম্মাননা লাভ করেন
সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। কঙ্গনা কিছুদিন আগেই ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার জেতেন।
এর আগে ‘‘ফ্যাশন’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জাতীয় পুরস্কার জেতেন ৩২ বছর বয়সী কঙ্গনা। সর্বশেষ তাকে দেখা যায় জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ চলচ্চিত্রে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।