বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী নাজনীন হাসান চুমকিকে এবার গৌরীরূপে একটি নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকের নাম ‘গৌরী’। এর গল্প ভাবনা সোহাগ আহমেদের এবং রচনা করেছেন স্বাধীন শাহ। নাটকটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এরইমধ্যে নাজনীন চুমকি নাটকটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন।

নাটকে গৌরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজনীন চুমকি বলেন, ‘বাংলাদেশের নারীদের একা জীবন যাপনের যে চলনটা এবং সেই জীবনযাপনে পুরুষের যে দৃষ্টিভঙ্গি তাই প্রতিপাদ্য হিসেবে বিবেচিত হয়েছে গৌরী নাটকে। আশা করি দর্শকের ভালোলাগবে।

জানা যায়, আগামী দুর্গাপূজায় নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের অপেক্ষায় নির্মাণ চলতি নতুন ধারাবাহিক ‘পথের ধারাপাত’ নাটকেও অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন মান্নান শফিক। চুমকি জানান, এই ধারাবাহিকটি শিগগিরই প্রচারে আসবে।