![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/kk-675.jpg)
মাদককাণ্ডে গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে দেখতে আদালতে গিয়েছেন তার নানা শামসুল হক।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর সিএমএম আদালত প্রাঙ্গনে যান তিনি। দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন স্বজনের কাঁধে ভর করে এজলাসে প্রবেশ করেন। আদালতে আসার পর পরীমনি বয়োবৃদ্ধ নানা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় শামসুল হক বলেন—‘পরী নিজের জন্য জীবনে কিছু করে নাই, সব মানুষের জন্য করেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। নিজের নামে কোনো ফ্ল্যাট কিনে নাই। প্রতি বছর এফডিসিতে গরু কোরবানি করে গরীবদের জন্য। প্রতি বছর একটা করে গরুর সংখ্যা বাড়িয়ে দেয়।’ অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরীমনির বাবা থেকে মাদক পেয়েছেন। এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা? জবাবে শামসুল হক বলেন—‘পরীর বাসায় খালি বোতল পাওয়া গেছে। কিন্তু ওইসব মাদক কিনা তা তো জানি না।
গত ৪ আগস্ট বিকেলে নগরীর বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে তার ৪ দিনের রিমান্ডের আদেশ দেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।