‘আমি তোর নামেতে মামলা দেব ধারা-৫৪/ হাতকড়া পরামু হাতে শুনরে মনচোর’ নিটল প্রেমের শ্রুতিমধুর এই গানটি নিয়ে আবারো দর্শক-শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী সালমা ও এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ‘ধারা-৫৪’ শিরোনামের এই গানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা।

এই জুটি এর আগে ‘তুমি কিসের পাইকার বলো রে বন্ধু’ এবং ‘তোমার মনের কথা কেন সখি আগে বলো নাই’ গান দুটি গেয়ে দর্শক মন জয় করেন। ধারা-৫৪ গানটিও দর্শক-মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস শিল্পীদের। গানটির অডিও ট্র্যাক সম্পন্ন হয়েছে। এখন ভিডিও শুটিং চলছে। আসন্ন ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে। এইচ আর লিটনের সঙ্গীত আয়োজনে গানের সুর করেছেন পলাশ লোহ এবং গানটি লিখেছেন রাসেল কবির।

লাইভ কনসার্ট এবং জনপ্রিয় গান গেয়ে শ্রোতামনে সমাদৃত কণ্ঠশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। তিনি গীতিকার হিসেবেও সমাদৃত। সালমার সঙ্গে জুটি বেঁধে এর আগে যে দুটি গান তিনি গেয়েছিলে সেই গানের কথা এবং সুর ছিল তার নিজের। যার একটিতে সঙ্গীত আয়োজনে ছিলেন রোমান রহমান; অপরটি জীবন ওয়াসিফের।

২০২০ সালে গানের ভুবনে পথচলা ডনের। তবে গানে হাতেখড়ি সেই ছোটবেলায়। কর্মব্যস্ততায় বহু বছর গান থেকে দূরে ছিলেন। তবে বাড়িতে গানের চর্চা কম-বেশি চালু ছিল এবং এখনো আছে। সংস্কৃতিমনা এক পরিবারের সন্তান তিনি। ডন মাকে তার গানের ওস্তাদ বলে মানেন। বাড়িতে যখন তিনি গান করেন, সেখানে সামান্য ভুল-ত্রুটি হলে মা সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দেন। সালমার সঙ্গে ডুয়েটে গেয়ে নিজের সঙ্গীত প্রতিভাকে আরো এক ধাপ এগিয়ে নিলেন ডন।