দুই বাংলায় জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে হঠাৎ করেই তার আবির্ভাব। এরপর তাকে আর পেছন-ফিরে তাকাতে হয়নি। সেই অর্থে তার উত্থান টালিউডের সিনেমা দিয়ে। কিন্তু ঢালিউডের দর্শকের মন পেতেও তিনি সময় নেননি। একটানা অভিনয় করে চলেছেন রুপালি পর্দায়। এবার ঈদ ঢাকায় কাটাবেন ফেরদৌস। এ প্রসঙ্গে এই চিত্রনায়ক বলেন, ‘ঢাকায় ঈদ করতে সবচেয়ে ভালো লাগে।
কারণ এখানে আমার বেড়ে ওঠা, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মী সবাই আছেন। আমি বিশ্বাস করি ঈদের আনন্দ নিজের পরিবার-পরিজনের সঙ্গে কাটানো উচিত।’ ‘ঈদের আনন্দ একা উপভোগ করা যায় না।’ উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘গত দুই বছর পর এবার হয়তো একটু স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারবো।’ করোনাকাল কাটিয়ে পৃথিবী অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সবার সঙ্গে ঈদের জামাতে নামাজ পড়তে বাধা নেই। মন খুলে সবার সঙ্গে কোলাকুলি করতেও নেই সংশয়। আত্মীয়-স্বজনের বাসায় দল বেঁধে বেড়াতে যাওয়া, হইচই করে সময় কাটানোয় আর কোনো বাধা নেই।
অর্থাৎ দুই বছর পর আবারো পরিপূর্ণ আনন্দ নিয়ে এসেছে ঈদ। ফেরদৌস বলেন, ‘বিদেশ থেকে আমার অনেক আত্মীয়-স্বজন এসেছেন। তাদের নিয়ে একসঙ্গে ঈদের সময় কাটাবো। ঈদের পরদিন যাবো শ্বশুরবাড়ি। তবে হ্যাঁ, ছোটবেলা আর এখনকার আনন্দের অনুভূতি আমার কাছে একই রকম। আমরা ছোটবেলায় যেমন করতাম সে উচ্ছ্বাস এখন আমার বাচ্চাদের মধ্যে দেখতে চাই। নতুন কয়টা জামা পেলাম, ঈদের সালামি, ঈদের সময় টিভিতে নানা রকম অনুষ্ঠান দেখা- এভাবেই ছোটবেলায় ঈদ কাটতো আমাদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।