বেশ কয়েক মাস আগে বিয়ে সেরেছেন বলিউড তারকা ক্যাটরিনা-ভিকি। বিবাহ জীবনে এটি তাদের প্রথম ভালোবাসা দিবস। এইদিন দুপুরে মন খারাপ ছিল ক্যাটরিনা কাইফের। ভালোবাসা দিবসে স্ত্রী ক্যাটরিনার সঙ্গে ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন স্বামী ভিকি কৌশল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি লেখেন, ‘আমরা হয়তো এই বছর রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।’ এদিকে, ভিকির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছিলেন ক্যাট নিজেও।
কোনো ছবিতে তাদের আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। কোথাও আবার স্ত্রীর কপালে চুমু দিয়েছেন ভিকি। সেই পোস্টে ভিকি কৌশল ইমোজি দিয়ে লেখেন, ‘আমার জীবনের ভ্যালেন্টাইন।’ পরে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভিকি লেখেন, ‘তোমার সঙ্গে প্রতিদিনই ভালোবাসার দিন।’ ভিকি-ক্যাটরিনার এমন রোম্যান্টিক ছবি দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।