টিভি নাটকের এক সময়ের ব্যস্ততম অভিনেতা জাহিদ হোসেন শোভন মাঝে অনিয়মিত হলেও এখন আবার নিয়মিত অভিনয় করছেন। নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দুটি সরকারি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
এরই মধ্যে উজ্জ্বল কুমার মণ্ডলের পরিচালনায় ‘মৃত্যুঞ্জয়ী’নামের সিনেমার শুটিং শেষ করেছেন। তবে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমাটির শুটিং শেষ হয়নি। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে শোভন বলেন, আমি গল্পপ্রধান সিনেমাতেই বেশি অভিনয় করছি। সেই ধারাবাহিকতায় এ সিনেমা দুটিতেও ভালো দুটি চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করছি এগুলো উপভোগ্যই হবে। নতুন আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি।সেগুলোর বিষয়ে শিগ্গির সিদ্ধান্ত নেব।
এদিকে করোনাকাল শুরু হওয়ায় আগে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘মাসুদ রানা’নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শোভন। যাতে তিনি মাসুদ রানার বাবার চরিত্রে অভিনয় করবেন। এদিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেছেন এই অভিনেতা।
বর্তমানে আকাশ রঞ্জনের পরিচালনায় ‘বউ শাশুড়ি’ ও হাবিব শাকিলের পরিচালনায় ‘সংসার’ নামের দুটি ধারাবাহিকের শুটিং করছেন তিনি। শিগগিরই নাদের চৌধুরীর পরিচালনায় নতুন আরেকটি দীর্ঘ ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।