একজন অভিনয়-সংগীত ভুবনের তারকা, অন‌্যজন জাতীয় দলের তারকা ক্রিকেটার। বলছি, তাহসান খান ও তামিম ইকবালের কথা। কাজের ক্ষেত্র এক না হলেও দুই ভুবনের এই দুই বাসিন্দা একসঙ্গে হাজির হচ্ছেন। একটি লাইভ অনুষ্ঠানে তাদের দেখা যাবে। এছাড়াও যুক্ত থাকবেন ‘টেন মিনিট স্কুল’-খ্যাত আয়মান সাদিক। ফ্রেশ মিল্ক পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান। ফ্রেশ প্রিমিয়াম টি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সংগীতশিল্পী তাহসান খান। এই প্রতিষ্ঠানের উদ‌্যোগে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই তারকার জমজমাট এই আড্ডায় থাকবে ক্রিকেট ও গানের মিশেল। এর মাঝেই থাকছে নানা রকম আয়োজন ও চমক। থাকছে কুইজ পর্ব। আর সেই কুইজের সঠিক উত্তর দিয়ে স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগও থাকছে। সবমিলিয়ে লাইভ আড্ডাটি বেশ উপভোগ্য হবে। বুধবার (২৫ আগস্ট) রাত ৮টায় ফ্রেশ মিল্ক পাউডার এবং ফ্রেশ প্রিমিয়াম টি-এর ফেসবুক পেজে লাইভ শো’টি প্রচার হবে।