প্রায় মাস দুয়েক হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সমাপ্ত হয়েছে। এ নিয়ে এখনো চলছে জায়দে নিপুণের লড়াই। এদিকে, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ (১৪ মার্চ)।

এটি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ২ নম্বর ক্রমিকে রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম জানিয়েছিলেন, চেম্বার আদালত স্থিতাবস্থা দিয়েছিলেন।

এরপরও নিপুণ আক্তার সে আদেশ অমান্য করায় তখন তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে নোটিশেও তিনি সতর্ক হননি। তিনি অব্যাহতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়।

 

 

কলমকথা/ বিথী