দীর্ঘদিন অভিনয়ে নেই একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। তবে চলচ্চিত্র শিল্পীদের বিশেষ অনুষ্ঠানে প্রায়ই তাকে দেখা যায়।
এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাকিল। জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী ছিলেন।
ভোটারদের অনেকেই তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল তিনি ভোট পেয়েছেন মাত্র ৭৯টি। সদস্যপদে নির্বাচন করা নায়িকা পরীমনির মতোই তার অবস্থান ভোট পাওয়ার দিক থেকে ২২তম।
এদিকে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে সরব হতে দেখা যায়নি শাকিল খানকে। এমনকি ভোট দিয়েই এফডিসি ত্যাগ করেন তিনি।
এ প্রসঙ্গে শাকিল খান বলেন, আমি নির্বাচনে এসেছি সবার সমন্বয়ে যেন সুন্দর একটি নির্বাচন হয় সেটি নিশ্চিত করতে। নব্বই দশকের দিকে আমরা যারা কাজ শুরু করেছি, সবাই চাই ইয়াং জেনারেশনে যারাই আসুক বা পুরাতন যারা কাজ করছেন, তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারেন। এখানে শিল্পীদের একজন গার্ডিয়ান দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে প্রার্থী ছিলেন নায়িকা পরীমনিও। শেষ সময়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ৭৯ ভোট পেয়েছেন তিনি।ভোটগ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির এই আলোচিত নায়িকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।