তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ব্যক্তিগত জীবনে তারা চুটিয়ে প্রেম করছেন এ কথা কারো অজানা নয়। এবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে পাহাড়ে ছুটে গেলেন দেব। তাহলে কী অবসর যাপনের জন্য শিলিগুড়ি পাড়ি জমিয়েছেন এই যুগল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দেব-রুক্মিনি ভক্তদের মনে। অবশ্য সব প্রশ্নের উত্তর দিয়েছেন দেব নিজেই। রোববার (১২ সেপ্টেম্বর) রুক্মিনিকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দেব। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন।
এ সময় দেব জানান, ‘কিশমিশ’ সিনেমার শুটিং করতেই সেখানে গিয়েছেন তারা। পাহাড়ে শুটিং করতে বরাবরই ভালো লাগে তার। এর আগে যে ক’টি সিনেমার শুটিং পাহাড়ে করেছেন, সব ক’টি বক্সঅফিসে সাফল্য পেয়েছে। এবারো আশাবাদী দেব। পাহাড় বরাবরই তার জন্য লাকি বলে মানেন এই অভিনেতা। পর্দায় দেব-রুক্মিনি জুটি মানে বাড়তি আকর্ষণ। তিনটি আলাদা আলাদা সময়ের প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। যেখানে দেবের চরিত্রের নাম কৃশানু। রোহিনী চরিত্রে দেখা যাবে রুক্মিনিকে। আর ১০ দিনের শুটিং বাকি রয়েছে। তা পাহাড়ে সম্পন্ন করবেন বলেই জানিয়েছেন দেব। বাগডোগরা বিমানবন্দরে রুক্মিনি, দেব (বাঁ থেকে) জানা যায়, ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে।
গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেন—খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করবেন দেব। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। এই যুগলের ৬ষ্ঠ ইনিংস ‘কিশমিশ’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।