লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে মিডিয়ায় আসেন অভিনেত্রী ইসরাত জাহান চৈতী। ক্যারিয়ারের শুরুতেই ‘মধুমতি’ নামের একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। এতে তার অভিনয় প্রশংসিত হলে শুরু করেন পেশাদারী অভিনয় ক্যারিয়ার। এক খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় দর্শকের ভালোবাসা অর্জন করেন চৈতী।তাছাড়া মাঝে মধ্যে বিজ্ঞাপনেও কাজ করা হয় তার।এভাবেই চলছিল তার অভিনয় ক্যারিয়ার। কিন্তু দুই বছর আগে দ্বিতীয়বার বিয়ে করার পর নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেওয়া শুরু করেন এই মডেল অভিনেত্রী।
বিশেষ করে করোনাকাল শুরু হওয়ার পর থেকে কোনো ধরনের অভিনয়েই তাকে দেখা যাচ্ছে না। কোথায় অবস্থান করছেন কিংবা কি করছেন, এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে চৈতীর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তিনি রাজধানীতে বসবাস করছেন। এ প্রসঙ্গে চৈতী বলেন, আমি কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই কম কাজ করি। মন যখন সায় দেয় তখনই কাজ করি। তাছাড়া আমার ব্যক্তিগত জীবনেও অনেক ঘটনা ঘটেছে। আমার বাবা, মা দুজনই পরলোকবাসী হয়েছেন।
নিজেরও নতুন সংসার হয়েছে। সব মিলিয়ে কিছুদিন ধরে অভিনয়ে আগ্রহ পাচ্ছি না। তাছাড়া করোনার কারণেও কাজে ফেরার কোনো পরিকল্পনা নাই আমার। সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়ত কোনো সময় কাজে ফিরতে পারি। আপাতত এখন যেভাবে চলছি এভাবেই চলতে চাই। এজন্য সবার কাছে থেকে দোয়া চাই যেন সুস্থভাবে দিনযাপন করতে পারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।