বলিউড তারকাদের অবসর কাটানোর জন্য এখন সবচেয়ে পছন্দের স্থান মালদ্বীপ। এবার প্রেমিক আদর জেইনকে নিয়ে গোপনে দ্বীপ দেশটিতে গেলেন অভিনেত্রী তারা সুতারিয়া।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার মালদ্বীপ ভ্রমণের ছবি পোস্ট করেছেন তারা। এই অভিনেত্রীর হট লুকে মুগ্ধ নেটিজেনরা। ঝড়ের গতীতে ছবিগুলো ভাইরাল হয়েছে।

যদিও প্রেমিকের সঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি তারা সুতারিয়া। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করেছেন আদর জেইন। ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে তিনিও মালদ্বীপেই রয়েছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনদের বুঝতে বাকি নেই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই প্রেমিক যুগল।

‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। অতীতেও একাধিকবার একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন এই জুটি। এর আগে এক সাক্ষাৎকারে আদরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘একসঙ্গে ঘুরতে ও সময় কাটাতে আমাদের ভালো লাগে।

আদর আমার কাছে বিশেষ একজন এবং দুজনই খাবার খেতে অনেক পছন্দ করি। তাই আমরা বিভিন্ন রেস্তোরাঁয় যাই। আমাদের বেশ কয়েকজন মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে। আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করি।’

 

কলমকথা / সাথী