পরিচালক আলি আব্বাস জ়াফরের নতুন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মুক্তি আসন্ন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার। বিশেষ চরিত্রে রয়েছেন আলয়া এফ। তবে সম্প্রতি পরিচালক জানিয়েছেন যে, ছবির নায়িকা হিসেবে তিনি প্রথমে বলিউডের প্রথম সারির অন্য এক অভিনেত্রীর নাম ভেবেছিলেন। কে তিনি?
পরিচালক আলি আব্বাস জ়াফরের প্রথম ছবি ‘মেরে ব্রাদার কি দুলহন’-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ। তার পর আলি পরিচালিত ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছাড়াও ‘ভরত’ ছবিতেও ছিলেন ক্যাটরিনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলি জানিয়েছেন, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র জন্য প্রথমে তাঁর পছন্দ ছিলেন ক্যাটরিনা। আলি বলেন, ‘‘ও আমাদের ছবিটা করতে পারেনি। কারণ, তখন ও অন্য কাজে ব্যস্ত ছিল। আমি আশা করব, ভবিষ্যতে ও আমার ছবির জন্য ডেট ফাঁকা রাখবে।’’ কিন্তু ক্যাটরিনার পরিবর্তেই মানুষী ছবিতে সুযোগ পেয়েছিলেন কি না, তা স্পষ্ট করেননি ‘ব্লাডি ড্যাডি’ ছবির পরিচালক।
অভিনেত্রী এবং ভাল বন্ধু হিসেবে তিনি যে ক্যাটরিনাকে পছন্দ করেন, সে কথাও ওই সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন আলি। আলি বলেন, ‘‘কোনও ছবি পরিচালনা করতে গেলে ক্যাটরিনার কথা আমার সব সময়েই মাথায় থাকে।’’ এমনকি ক্যাটরিনাকে সুযোগ না দিলে, অভিনেত্রী যে তাঁকে ফোন করে কারণ জানতে চান, সে কথাও জানিয়েছেন আলি। পরিচালকের কথায়, ‘‘এ বারেও ও আমাকে ফোন করেছিল। আসলে পরিচালক-অভিনেত্রী হিসেবে আমাদের সম্পর্ক খুবই ভাল।’’
ক্যাটরিনাকে দর্শক সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখেছেন। অভিনেত্রীর নতুন ছবির ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।