অকুতোভয় মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলাদেশের অগ্রণী চলচ্চিত্র সম্পাদক আধিয়ার, নাল পিরান, কুটে কাহার সহ অসংখ্য নন্দিত চলচ্চিত্র ও টিভি নাটকের স্রষ্টা সাইদুল আনাম টুটুলকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।

কয়েকবছর আগে তিনি বাংলাদেশ সরকারের অনুদানে ‘কালবেলা’ নামে একটি মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। কিন্তু ছবিটি পুরোপুরি শেষ করার আগেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। আর তখন অসীম সাহস ও সহমর্মিতায় শক্ত হাতে এর হাল ধরেন তাঁরই সুযোগ্য সহধর্মিণী, অধ্যাপক ও অনুবাদক মোবাশ্বেরা খানম।

সম্প্রতি যিনি মেরি ওলস্টোনক্রাফটের সুবিখ্যাত নারীবাদী ক্লাসিক A Vindication of Rights of Women অনুবাদ করে প্রভূত সুনাম অর্জন করেছেন। তিনি প্রচুর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে অবশেষে ছবিটির শুটিং পরবর্তী যাবতীয় কাজ সুসম্পন্ন করেছেন। আর ক’দিন পরেই, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের এই মহান বিজয়ের মাসের মাহেন্দ্রক্ষণে,

১০ই ডিসেম্বর, শুক্রবার ছবিটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের দুঃসহ দিনগুলোতে একজন সংগ্রামী নারীর নিজস্ব, নির্ভীক লড়াইকে উপজীব্য করে, অপর এক মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকারের হাতে নির্মিত ও তাঁরই জীবনসঙ্গিনী কর্তৃক সমাপ্ত, এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্রটি দেখার জন্য অনেকেই খুবই উন্মুখ হয়ে আছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংবেদনশীল চলচ্চিত্রানুরাগী সবাই সময় করে ছবিটি দেখতে যাবেন। স্বদেশ, সমাজ, সর্বোপরি দেশীয় সিনেমার প্রতি সুগভীর দায় ও দরদের টানে। ছবিটি চট্টগ্রামের সিলভার স্ক্রিন হলে মুক্তি পাচ্ছে এই শুক্রবারে।