![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/381dffd8-edca-4f42-a80e-cf2c8fd19d4c_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবাজী পার্কে বিতর্কের শুরু। সুরসম্রাজ্ঞীর শেষকৃত্যে মুসলিম রীতিতে দু’হাত তুলে প্রার্থনা করার পর মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান।
এরপরেই শুরু হয় তুমুল বিতর্ক। কেউ কেউ শাহরুখের এমন আচরণের প্রশংসা করলেও, কেউ কেউ আবার গুরুতর অপবাদ দিয়েছেন। অনেকের দাবি, শাহরুখ আসলে থুতু ছিটিয়েছেন এই কিংবদন্তির ওপরে। তিনি কী করছিলেন, কেন করছিলেন, তা না জেনেই বিতর্ক শুরু করে দিয়েছেন বিজেপির অসংখ্য নেতাকর্মী। এ অবস্থায় বলিউড সুপার স্টারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিবিদ ঊর্মিলা মাতন্ডকর।
মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত কোনো ব্যক্তির জন্য দোয়া শেষে তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। এই রেওয়াজ মেনে লতা মঙ্গেশকরের জন্য সেটিই করছিলেন শাহরুখ। আসল সত্যিটা মনে করিয়েই শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। সমালোকদের কড়া ভাষায় বলেছেন, ‘আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি’!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।