দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। জমকালো আয়োজনের মধ্যদিয়ে বুধবার (২৩মার্চ) প্রদান করা হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’। গত ১৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে ২০২০ সালের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রাপ্তদের তালিকা। আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার প্রদান শুরু হবে বেলা ১১টা থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী মোট ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। এর মধ্যে গাজী রাকায়েত হোসেন দুই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘বিশ্বসুন্দরী’ ছবির নায়ক সিয়াম আহমেদ।
সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন ‘গোর’ ছবির রোজালিন দীপান্বিতা মার্টিন। সেরা খল অভিনেতা মিশা সওদাগর। সেরা গায়কের পুরস্কার উঠবে ইমরান মাহমুদুলের হাতে। অন্যদিকে, সেরা গায়িকার পুরস্কার পাচ্ছেন যৌথভাবে কোনাল ও কনা। সেরা পরিচালক গাজী রাকায়েত। শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে যুগ্মভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।