বলিউড অভিনেতা শাহরুখ খানের যেমন দেশ-বিদেশে খ্যাতি রয়েছে, তেমনই তার মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ও সবার কাছে পরিচিত। সম্প্রতি বোমা দিয়ে ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের জবলপুর থেকে জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। খবরে বলা হয়, মহারাষ্ট্র পুলিশের দপ্তরে ফোন করে এক ব্যক্তি মুম্বাইয়ের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোসহ একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেয় গত সপ্তাহে। সে তালিকায় শাহরুখের মান্নাতও ছিল।

তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ফোনটি করা হয়েছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। জবলপুর থেকে আটক করেন জীতেশ ঠাকুর নামে ওই ব্যক্তিকে। পুলিশের দাবি, মাতাল অবস্থাতেই ‘মান্নাত’সহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি দিয়েছিল জীতেশ।

ওই ব্যক্তি মূলত বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছে। আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। পরে তাকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।