আন্তর্জাতিক বাজারে রেকর্ড ব্যবসা করেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-দ্য রাইস’। মানুষের মুখে মুখে ঘুরছে ছবির সংলাপ। গানের রিলে ছেয়ে গেছে নেটদুনিয়া। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সচেতনতা ছড়াতে উদ্যোগী হলো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমের এক প্রতিবদেনে বলা হয়, সোমবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা একটি পোস্ট করা হয়। তবে মজার মোড়কে থাকে জরুরি বার্তা। পোস্টটি ছিল এ রকম— ছবির চরিত্র স্রীনু পুষ্পাকে ফোন করে বলছেন, ‘কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল।’
ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছেন, পুষ্পা শুনে আমায় বোকা ভেবেছ? এখনই তোর নম্বর সাইবার পিএসকে হোয়াটসঅ্যাপ করছি।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হয়েছে। সঙ্গেজুড়ে দেওয়া হয়েছে ব্য়াঙ্ক ফ্রড বা লটারি ফ্রডের মতো হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনো ফোনে ওটিপি চাইলে তা কখনই প্রকাশ করা উচিত নয়।
সুকুমারের পরিচালনায়, ‘মিথ্রি মুভি মেকারদের প্রযোজনায় পুষ্পা ছবির ব্যবসা নজরকাড়ার মতো আয়। নির্মাতারা ছবিটিতে যে ধরনের সাড়া পাচ্ছেন, তাতে উচ্ছ্বসিত। তারা এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
মিথ্রি মুভি মেকার নিজেদের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ছবি সুপারহিট হওয়ার খবর জানান। বক্স অফিসে পুষ্পারাজ দাপিয়ে বেড়াচ্ছেন। ভারতে সবচেয়ে বেশি আয় করেছে। গোটা বিশ্বে মাত্র দুদিনে ১১৬ কোটি আয় করেছে।
পুষ্পা দ্য রাইজ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া মালয়লাম তারকা ফাহাদ ফাসিলও অভিনয় করেছেন। ঊর্ধ্বমুখী ছবিটির আয়, ফলে পুষ্প ভারতের অন্যতম ভাল ব্যবসা করা ছবি হয়ে উঠতে চলেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।