ফের বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলো অভিনেত্রী রাখি। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান রাখি সাওয়ান্ত।
রাখি লেখেন, ‘বিগ বস শো-র পর অনেক কিছু হয়েছে। যার মধ্যে অনেক কিছু আমার অবগত ছিল না, আমার হাতেও ছিল না। আমরা আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়ার চেষ্টা করেছিলাম, যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো।
যাতে আমরা আলাদা আলাদাভাবে নিজেদের জীবন উপভোগ করতে পারি।’ রাখি আরও লেখেন, ‘আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।