![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk25-1-1.jpg)
ভারতের জনপ্রিয় তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে এখন দেশটির রঙিন জগতের সবচেয়ে আলোচনার বিষয়। খবর এসেছে, আগামী ডিসেম্বরেই বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন এই জুটি। ইতোমধ্যে পোশাক, মোটামুটি সবকিছুই চূড়ান্ত করে ফেলেছেন এই প্রেমিকযুগল।
এবার জানা গেল নিজেদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা মেহমানদের জন্য কি খাবারের মেন্যু রাখা হয়েছে। ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধুপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেয়া হয়েছে। তাদের বিয়েতে রাখা হয়েছে রাজকীয় মেন্যু।
এরমধ্যে রয়েছে- পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ানসহ দেশ-বিদেশের নানা ধরনের খাবার। এছাড়াও আরও থাকছে হরেক রকমের রাজস্থানি মিষ্টি। যেমন- কাজুর বরফি, ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুন। ফলের মধ্যে থাকবে কলা, পেঁপে, আপেল, আনারসসহ আরও অনেক কিছু। এ বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।