বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। এই নায়িকা ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে নিজের যাত্রা শুরু করেন। এর মধ্যে ‘সিমবা’, ‘লাভ আজ কাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাগুলোতে অভিনয় সফলতা পেয়েছেন তিনি। সিনেমাতে নাম লেখানো তিন বছরের মধ্যেই নিজের অবস্থান জানান দিয়েছেন সারা।
সম্প্রতি নিজের শিবপূজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই নায়িকা। সঙ্গে ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তোলা ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ।’ এতেই সারার ওই পোস্টে ঝাঁপিয়ে পড়ে কিছু ধর্মীয় কট্টরবাদী।
অনেকে লিখেছেন, ‘হয় মুসলিম হও, নয় হিন্দু, একসাথে দুটো ধর্ম কীভাবে পালন করবে?’ তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় একটা অংশ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। যারা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তাদেরই সমালোচনা করেছেন ওই নেট-নাগরিকরা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।