তিন মাস ধরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখান থেকেই নিজের আপডেট নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানাচ্ছেন। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাকিব। সেখানে তাকে দেখা যায়, বরফের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। মাথায় রঙিন টুপি, চোখে কালো চশমা।

শাকিবের সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য রিয়েল গুড লুকস’। এদিকে সিয়ামের পোস্টে এমন মন্তব্যের প্রেক্ষিতে তার শেয়ার করা পোস্টটির স্ক্রিনশট নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

তিনি লিখেছেন, ‘সিয়ামের শাকিব খানকে তেল মেরে কি লাভ তা-ই ভাবছি? প্লিজ কেউ বলবেন না, এই জটিল প্রশ্নের উত্তর আমি মাথা খাটিয়ে বের করতে চাই।’

 

কলমকথা/সাথী