জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান প্রায় দেড় মাস আমেরিকায় ঘুরে সম্প্রতি দেশে ফিরেছেন। শুধু তিনি একা নন, সঙ্গে ছিলেন তার স্ত্রী নাতাশা হায়াত এবং দুই সন্তান। এ নিয়ে দ্বিতীয়বার আমেরিকায় ঈদ উদযাপন করেছেন তিনি। আমেরিকায় শাহেদের আত্মীয়স্বজনরা বসবাস করেন। নিউইয়র্কে তার ভায়রা অভিনেতা তৌকীর আহমেদের ও তার স্ত্রী বিপাশা হায়াতদের আতিথেয়তা গ্রহণের পাশাপাশি সেখানে বসবাসরত বাংলাদেশি কয়েকজন তারকার সঙ্গেও দেখা হয় শাহেদের।
এর মধ্যে রয়েছেন লাক্স সুন্দরী মিলা হোসেন, চিত্রনায়িকা রোমানা প্রমুখ। এছাড়া শাহেদ তার দুই ফুপুর সঙ্গেও দেখা করেন। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশেই ঘুরেছেন আমেরিকার বিভিন্ন জায়গা। এ প্রসঙ্গে শাহেদ বলেন, দেশে কাজের চাপের কারণে নিজে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে সেভাবে ঘোরার সুযোগ হয় না। যেহেতু লকডাউন ছিল, তাই এ সময়টাই অবকাশযাপনের জন্য পারফেক্ট ছিল। অনেক দিন পর সবাই মিলে সুন্দর সময় কাটালাম। আপাতত আর অবসর নাই। চলতি মাসেই শুটিংয়ে ফিরব। হাতে কিছু কাজ আছে। সেগুলো নিয়েই ব্যস্ত থাকবেন এই অভিনেতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।