গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গানে গানে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী সালমা। তার গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হয় হাজারও দর্শক-শ্রোতা। এ সময় প্রতিটি গানের সুরে ও শ্রোতা-দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
শনিবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সালমা।
রাত ৮টায় মঞ্চে উঠেন সংগীতশিল্পী সালমা। প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেয়ে শোনান-‘আমরা পারবো না ভুলিতে বঙ্গবন্ধুকে’। এর পর ‘ও মোর বানিয়া বন্ধুরে’, ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’, ‘নয়া দামান’সহ দশটি গান গেয়ে শোনান।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার, এসএম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাসহ আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।