প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছেন বলিউড তারকা সালমান খান।
এক ইউটিউব চ্যানেলকে প্রতিবেশী কেতন কক্কর সাক্ষাত্কার দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন সালমান।
কেতন তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ সালামানের।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পানভেল ফার্ম হাউজের কাছে কেতনের একটি জমি রয়েছে। সালমান খান চান তার ফার্ম হাউজ নিয়ে কেতন কোনো ধরনের বিরূপ বা মানহানিকর মন্তব্য করবেন না।
সালমানের আইনি কাজকর্ম দেখা শোনা করা ডিএসকে লিগ্যাল ফার্ম এ নিয়ে আদালতে আবেদন করে।
কিন্তু এই আবেদনের বিরোধিতা করেছেন কেতনের পক্ষের আইনজীবী আভা সিং ও আদিত্য প্রতাপ।
তারা জানান, মামলার শুনানির মাত্র একদিন আগেই গোটা বিষয়টি জানতে পারেন তার মক্কেল। তাই পুরো বিষয়টি বুঝে উঠতে আরও সময় চান তারা।
এ বিষয়ে অ্যাডভোকেট আভা সিং বলেন, সালমান যদি মামলা দায়েরের জন্য এক মাস অপেক্ষা করতে পারেন তবে কেতন কক্করকে তার জবাব দেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সালমানের করা মামলায় মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট কোনো অন্তর্বর্তীকালীন রায় দেননি।
বিচারক অনিল এইচ লাদহাদের বিবাদী পক্ষকে তার জবাব দেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।
রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।