সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
জানা গেছে, তাকে ‘রুটিন চেকআপের’ জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রজনিকান্তের স্বাস্থ্যের ব্যাপারে হাসপাতাল থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রজনিকান্তের দল থেকেও জানানো হয়েছে, ‘রুটিন চেকআপের’ জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালে যান।
রজনিকান্তের স্ত্রী লতা বলেছেন, রজনীকান্ত সুস্থ আছেন এবং পুরো শরীর পরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষার জন্য এক দিন হাসপাতালে থাকবেন তিনি।
সূত্র : ওয়ান ইন্ডিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।