ফের বাংলাদেশের ইপিএস কর্মী নেয়া শুরু করেছে এশিয়ান ড্রাগণ বলে খ্যাত দক্ষিণ কোরিয়া। কোরিয়ান এয়ারের নয় নাম্বার চাটার্ড ফ্লাইট গত বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ১৩৭ জন রেগুলার ও কমিটেড কর্মী নিয়ে বাংলাদেশি ইপিএস কর্মীদের অষ্টম ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) কোরিয়া সময় ভোর ৬ টায় আন্তর্জাতিক ইনছন বিমানবন্দরে গিয়ে পৌঁছায়।
এর আগে মহামারি করোনাড়র কারণে ২০২০ সালের মার্চে বিদেশী কর্মী নেয়া স্থগিত করেছিল দক্ষিণ কোরিয়ার সরকার। এরপর প্রায় ২১ মাস পর গত ডিসেম্বর থেকে আবারো বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু হয়।
গত ৫ জানুয়ারি মোট ৯২ জন রেগুলার ও কমিটেড কর্মী কোরিয়া গেছেন। এরই মধ্যে এ পর্যন্ত প্রায় ৩৫৩ জন বাংলাদেশী ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় গেছেন। গত মার্চে দক্ষিণ কোরিয়ায় যান প্রায় ১৫০ জন বাংলাদেশী কর্মী।
নতুন বছরে যে ৯২ জন কর্মী দক্ষিণ কোরিয়া গেছেন, তাদের মধ্যে ৪৪ জন কর্মী নতুন নিয়োগপ্রাপ্ত এবং বাকিরা পুরনো কর্মী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।