মালয়েশিয়া মহাসড়কে নির্মাণাধীন উড়ালসেতু ভেঙে একজন বাংলাদেশী শ্রমিকদের মৃত্যু হয়েছে।
নির্মাণধীন উড়ালসেতু কোটা দামানছাড়া নিউ ক্লাং ভালি এক্সপ্রেসওয়ের এলেকায়, এ সময় দুই জন বাংলাদেশী শ্রমিক আহত হয়।
ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আহত কর্মীদের উধার করে সুঙ্গাই বুলু হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করলে ২০ জুন বিকাল ৪টায় দায়িত্ব চিকিৎসা এজনকে মৃত্যু ঘোষণা করে।
দুর্ঘটনার কারণে নির্মাণধীন উড়ালসেতু কাজ বন্ধ ঘোষণা করে মালয়েশিয়ান হাইওয়ে অথরিটি ( এল এল এম)।
ফলে দামানসারা সহ শাহআলম কিছু এলেকায় ব্যাপক জানজোট সৃষ্টি হয়।
শেষ খবর পাওয়া পযন্ত আহত এবং নিহত দুই বাংলাদেশীর পরিচয় এখনো জানো হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।