মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য ঘোষিত রিক্যালিব্রেশন প্রক্রিয়ার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ঈসমাইল। মঙ্গলবার (১০ জানুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিদেশি কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
নসুশান বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও মালয়েশিয়ায় বৈধভাবে থাকার প্রক্রিয়া নিয়ে যে রিক্যালিব্রেশন পদ্ধতি ঘোষণা করা হয়েছিলো তা এ বছড়জুড়ে চলবে।
এ প্রক্রিয়ায় যারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কিন্তু সব ধরনের তথ্য সরবরাহ করতে পারেননি তারা জরিমানা দিয়ে ভিসা করতে পারবেন এবং যারা দেশে ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারবেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।