Tallinn’s charming Old Town
Tallinn’s charming Old Town
ইউরোপের অন্যতম উন্নত ও ডিজিটাল দেশ এস্তোনিয়া বর্তমানে সারা বিশ্বের অভিবাসনপ্রত্যাশীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। প্রযুক্তি ও স্টার্টআপ সংস্কৃতিতে অগ্রগামী এই দেশ এখন স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্যও একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে।
এস্তোনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে হলে আবেদনকারীদের ‘পারমানেন্ট রেসিডেন্স পারমিট’ (PRP) নিতে হয়। এই অনুমতি পেলে অনির্দিষ্টকালের জন্য দেশটিতে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়।
মূল শর্ত: পাঁচ বছরের বসবাস
স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদনকারীকে অন্তত পাঁচ বছর বৈধ অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে (TRP) এস্তোনিয়ায় থাকতে হবে।
এই সময়ের মধ্যে—
- ইউরোপীয় ইউনিয়নের বাইরে একটানা ১২ মাসের বেশি অনুপস্থিত থাকা যাবে না,
 - মোট অনুপস্থিতি ১০ বছরের বেশি হতে পারবে না।
 
যোগ্যতার প্রধান শর্তসমূহ
- এস্তোনিয়ায় ৫ বছর অব্যাহত বৈধ বসবাস
 - এস্তোনিয়ান পপুলেশন রেজিস্টারে নিবন্ধিত ঠিকানা
 - অন্তত বি১ স্তরের এস্তোনিয়ান ভাষা দক্ষতা
 - বৈধ স্বাস্থ্যবিমা
 - স্থিতিশীল ও আইনি আয়ের প্রমাণ
 
প্রয়োজনীয় কাগজপত্র
- পূরণকৃত আবেদন ফর্ম
 - বৈধ পাসপোর্ট
 - আয়ের প্রমাণপত্র (বেতন স্লিপ/ব্যাংক স্টেটমেন্ট)
 - বর্তমান বসবাসের অনুমতির কপি
 - ছবি (পাসপোর্ট সাইজ)
 - আবেদন ফি (১৮৫ ইউরো) প্রদানের রসিদ
 
আবেদন প্রক্রিয়া
আবেদনটি ব্যক্তিগতভাবে এস্তোনিয়ার পুলিশ ও সীমান্ত রক্ষা বোর্ডে (Police and Border Guard Board) অথবা এস্তোনিয়ার দূতাবাসে জমা দিতে হয়। সেখানে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়।
সময়সীমা
সাধারণত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগে। অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে পারমিট কার্ড সংগ্রহ করতে হয়।
বিশেষ বিধান
১৫ বছরের কম বয়সী শিশু, ইইউ ব্লু কার্ডধারী, অথবা ১৯৯০ সালের আগে এস্তোনিয়ায় বসবাসকারী ব্যক্তিদের জন্য কিছু ক্ষেত্রে নিয়মে ছাড় প্রযোজ্য।
									ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
                        
                        
                    
                    
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।