প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক সচলের পাশাপাশি আওয়ামী লীগের সাহসের বড় উৎস জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কঠিন সময়ে প্রমাণ পাওয়া যায় প্রবাসীরা আমাদের কতটুকু সাহস যোগায়, অর্থ দিয়ে, আত্মীয় স্বজনদের মাধ্যমে আন্দোলনে সহযোগিতা যুগিয়ে, আওয়ামী লীগকে ভোট দিয়ে পাশে থেকে উৎসাহ যুগিয়ে।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ আওয়ামী লীগের দশ সংগঠন আয়োজিত সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লবিস্ট নিয়োগ করেছে, যদিও দলগুলোর নামের আগে ইসলামী শব্দ জড়িত আছে কিন্তু কাজে ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
যারা যুদ্ধে নিরস্ত্র বাঙালীর উপর পাকিস্তানী সেনাবাহিনীর দোসর হয়ে নিপিড়ন, নির্যাতন, ধর্ষণ করেছে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা কখনো ইসলামী দল হতে পারে না।’ তাদের প্রতিহত করতে প্রবাসীদের শক্ত হাতে কাজ করার আহ্বান জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।