মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে আবুল কাশেম (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সৌদির তাইফের একটি কৃষি খামার থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।
প্রবাসী আবুল কাশেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, মালিকপক্ষের নির্যাতনে কাশেমের মৃত্যু হয়েছে।
পরে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়। কাশেমের বাবা আলী হোসেন জানান, তার ছেলে কাশেম আড়াই মাস আগে জমি বন্ধক রেখে ৫ লাখ টাকা খরচ করে সৌদিতে যান। সেখানে একটি কৃষি খামারে কাজ করতো। কর্মস্থলে যাওয়ার পর থেকে সে দেশের মালিক তাকে অত্যাচার করতো।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সৌদিতে এক প্রবাসীর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।