সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামে এক যুবক মোটরসাইকল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় আলআইনে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ হাছান চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর নাহরপুর এলাকার সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে।
নিহত হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি এক সঙ্গে ছোটবেলা পড়ালেখা করেছি। এসএসসি পাসের পর পরিবারের অভাব অনটনের কারণে কয়েক বছর আগে জীবিকার সন্ধানে দুবাইতে চলে যান হাছান। সেখান একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করতেন তিনি।
শুক্রবার রাতে মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হন হাছান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমার ইউনিয়নের নাহরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় মোটরসাইকল দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ দেশে আনতে কিছুদিন সময় লাগবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।