‘কলম কথা’ ডেস্কঃ
বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১৭০ কোটি ৪৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার ৬২০ কোটি টাকা।
গত ডিসেম্বর মাস থেকে এটি ৬০০ কোটি টাকা বেশি, গত ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে ছিলেন ১৬৩ কোটি ডলার বা ১৪ হাজার ১৮ কোটি টাকা। গেলমাসে সরকার ঘোষিত প্রণোদনা ০.৫ শতাংশ বৃদ্ধি করায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এর আগে রেমিট্যান্সের বিপরীতে প্রবাসীরা ২ শতাংশ প্রণোদনা পেতেন যা বর্তমানে ২.৫ শতাংশ হয়েছে।
অন্যদিকে, ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ার কারণেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনেকরছেন খাত সংশ্লিষ্টরা।
১ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।