সৌদি আরবে নিজ কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে এক বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রিয়াদ হোসেন (২২)। গত বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত রিয়াদ হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের বড় বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, কিছু দিন আগে একই গ্রামের আবদুল হক চৌধুরীর নাতিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে রিয়াদের বিয়ে হয়।
রিয়াদ আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য দেশে আসার প্রস্তুতি নিচ্ছিল।
এর মধ্যেই তার মৃত্যুর সংবাদ এলো। নিহত রিয়াদের নিকটাত্মীয় মানবাধিকারকর্মী জহিরুল ইসলাম বলেন, সৌদি অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করে লাশ দেশে আনার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।