দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন করোনায় শনাক্ত হয়েছে ২৭৮ জন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪।

আগের দিন এ হার ছিল ৭ দশমিক ৪০। গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগের এক বাসিন্দার মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৩৩০ জন।