জ্বরের সময়ে অনেকেরই ঠোঁটের কোণে ঘা হয়। এই ঘা বা প্রদাহ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কী করে এই ঘা কমাবেন?

জ্বরের সময়ে হওয়া ঠোঁটের এই ঘা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। যদিও ঘরোয়া উপায়েই এই ঘা কমানো সম্ভব। রইল তার সন্ধান।

  •  অ্যাপ্‌ল সিডার ভিনিগার আছে বাড়িতে? তা হলে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। অল্প সময়েই প্রদাহ অনেক কমে যাবে।
  • ক্ষতের উপর মধুও লাগাতে পারেন। তাতেও প্রদাহ কমবে। দিনে অন্তত বার দুয়েক ব্যবহার করতে হবে মধু।

অনেকেরই জ্বর হলে ঠোঁটের কোণে এই ধরনের ঘা হয়। যা চট করে সারতে চায় না। ঘরোয়া উপায়ে সমাধান না হলে, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে।