ক্রমেই টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যানটি।
রোববার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (২২ জানুয়ারি) ভোর ৬ টা থেকে রোববার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত টাঙ্গাইলে ২৪৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৫৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২৮ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় আরো জানায়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৭ হাজার ১৪৩ জন সংক্রমিত। মারা গেছেন ২৬০ জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।