দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
গতকাল ১৭ মার্চ রাত ১১ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলা মহিলা মেডিসিন ওয়ার্ডে আগুন।রোগীর স্বজনদের থেকে জানা যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় মহিলা সার্জারি রুমে হঠাৎ করেই ধাও ধাও করে আগুন জ্বলে উঠে আগুন দেখে যে যার মতো নিজ নিজ রোগী কে নিয়ে মেডিকেল এর ৪র্থ তলা ত্যাগ করেন। পরে দিনাজপুর ফায়ার সার্ভিস কে ফোন দিলে ফায়ার সার্ভিসের ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণের পরে আফসানা ইমু ও মোঃ ইমরান আলীর নেতৃত্বে নাগরিক উদ্যােগ স্বেচ্ছাসেবক টিম এর সেচ্ছাসেবী বৃন্দ রোগীদের নিজ নিজ বেডে পৌঁছে দেয় (ইনসেটে নাগরিক উদ্যােগ স্বেচ্ছাসেবক টিম এর একাংশ)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।