![https://dailykolomkotha.com/health/%e0%a6%aa%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e/](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dr-nikunjo-bihari.jpg)
অভয়নগরের নাওয়াপাড়া এলবি টাওয়ারে ও শংকরপাশা খেয়াঘাট চত্বরে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় যশোরের অভয়নগর উপজেলার উদীচীর সভাপতি বাবু সুনীল কুমার দাসের সঞ্চালনায়, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীধরপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান (আসাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/IMG_20220927_18024120-1024x576.jpg)
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষ এত টাকা খরচ করে শহরে বড় বড় ডাক্তারের কাছে যেতে পারে না তাদের সেবার উদ্দেশ্যে আমার এই সল্প প্রয়াস মাত্র, আমি সপ্তাহে দু’দিন বিভিন্ন অঞ্চলে এই সেবা অব্যাহত রাখবো।
এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাইফাহার রহমান, সুখেন কুমার বিশ্বাস। ফ্রি মেডিকেল ক্র্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন ডা•নিকুঞ্জ বিহারী গোলদার, বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলবি টাওয়ারে২৫জন মায়েদের এবং বিকাল সাড়ে চারটায় একই উপজেলার শংকরপাশা খেয়াঘাট চত্বরে আসাদুজ্জামানের তত্ত্বাবধানে প্রায় দেড় শতাধিক মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।