দিনাজপুরে কঠিন রোগে আক্রান্ত সাইফান নামে এক শিশুকে বাঁচাতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নক্ষত্র যুব কল্যাণ সংস্থা ।
লিভারের কঠিন রোগে আক্রান্ত শিশুটির বয়স ৫ মাস । ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য এ রোগ থেকে শিশুটিকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনের সদস্যরা । সাহায্য পাঠাতে —
বিকাশ-01821964842
নগদ-01710553934
রকেট-01788062606
শিশুটির
বাবার নাম নাহিদ মাহামুদ
ঠিকানা-নিউটাউন ৫নং মাঠ,দিনাজপুর
পেশায় তিনি একজন থাই গ্লাস মিস্ত্রি ।
শিশুটি ঢাকা হসপিটাল এ ভর্তি ছিল ৩ মাস ।
শিশুটির শরীরে Hemoglobin হিমোগ্লোবিন তৈরি হয়না Cytomegalovirus (CMV) এই ভাইরাস রয়েছে তার শরীরে ।
*শরীর এ পিত্তথলিরটা কাজ করে না ।
*লিভারটা বড় বা ভাইরাস থাকার কারনে পেট ফুলে গেছে নাভিটা ফুলে আছে যেন ছোট ১টা বল।
শিশুটির শরীরে রক্ত দিতে হয় ১৫ দিন পর পর পর । স্বাভাবিক লিভার থেকে একটু বড় শিশুটির লিভার ।
সীমিত পরিসরে হলেও সকলকে নিজ নিজ অবস্থান থেকে শিশুটির পাশে দাঁড়ানোর বিশেষ অনুরোধ রইল ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।