বগুড়ায় করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার আব্দুস সাত্তার (৬৫) ও বগুড়া সদরের জাহানারা বেগম(৭০)। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৫৭ টি নমুনার পরীক্ষা করে ৩৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ শাহেরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। বগুড়ায় এখন পর্যন্ত ২৪ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২হাজার ২৭১জন। নতুন করে এই দুই জন মৃত্যু বরণ করায় জেলায় করোনায় মৃতের সংখ্যা ৭০২জনে দাঁড়িয়েছে।

 

কলমকথা/বি সুলতানা