গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্যোগে সারা বাংলাদেশ গনটিকা কার্যক্রম শুরু হয়েছে এই টিকা নেবার পরে এবং টিকা নেবার পূর্বে বেশকিছু প্রশ্ন কমবেশি সবার ভিতর দেখা দিচ্ছে। সেই রকম কিছু প্রশ্ন উত্তর নিয়েই আজকের লেখা:
১.কোভিড পজেটিভ কিংবা এর লক্ষণসমূহের রোগী ভ্যাকসিন দিতে পারবে কিনা ? ★অবশ্যই পারবে কিন্তু কাশি বা অন্যান্য লক্ষণ দেখা দেবার ২৮ দিন পরে ভ্যাকসিন দিতে পারবে।
২.গর্ভবতী মা এবং সন্তান কে দুগ্ধ পান করাচ্ছেন এমন মা কি ভ্যাকসিন নিতে পারবে ?
★দুগ্ধ পান করাচ্ছেন এমন মা অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন যেকোন সময়ে,কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভের ১৩ সপ্তাহ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাকসিন নেয়া সম্পূর্ণ নিরাপদ।
৩. ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ, হাঁপানি কিংবা এলার্জি রোগীরা ভ্যাকসিন নিতে পারবে ?
★এসব রোগীর অবশ্যই বেছে নিতে পারবে, এসব রোগ যাদের আছে তারা সবাই বিপদসংকুল অবস্থায় আছে এবং তাদের আগে ভ্যাকসিন নেয়া উচিত।
৪. ভ্যাকসিন দিলে কি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকেই মারা যাচ্ছে??? ★ভ্যাকসিন দেওয়ার পরে সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয় যেটা যে কোন ভ্যাকসিন এর কমন সাইড ইফেক্ট কিন্তু মারা যাবার সম্ভাবনা নাই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে ভ্যাকসিন দেয়ার পর হার্টের প্রদাহ দেখা দিয়েছিল তবে দ্রুত সুস্থ হয়ে গিয়েছে এক্ষেত্রে ভয়ের কিছু নেই।
৫. রক্তদাতা বাটন আর কি ভ্যাকসিন দিতে পারবে ?
★অবশ্যই পারবে কিন্তু ভ্যাকসিন নেবার ২৮ দিন পরে রক্ত দান করতে পারবে ২৮ দিনের ভেতরে নয়।
৬. ভ্যাকসিন দেওয়ার পরে পুনরায় জ্বর শরীর ব্যথা কি হতে পারে??
★ভ্যাকসিন দেয়ার পরেও করোনা আক্রান্ত হতে পারেন সে ক্ষেত্রে করোনার প্রভাব কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়।কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই জ্বর ডেঙ্গু কিংবা টাইফয়েডের কারণে হতে পারে। তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তদুপরি কথা হচ্ছে ভ্যাকসিন নেবার পর আপনি কি কোভিড পজেটিভ কিংবা মুখে মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবেন?? এর উত্তর হচ্ছে না এবং অবশ্যই না, সে ক্ষেত্রে আপনি যদি মাস্ক ছাড়া চলাফেরা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে না চলেন সেক্ষেত্রে আপনি পুনরায় কোভিড পজিটিভ রোগী হতে পারেন।
★★মাস্ক পড়ুন নিজে বাঁচুন নিজের পরিবারকে বাঁচান এবং দেশকে নিরাপদে রাখুন। ডা:মোহাম্মদ আতাউদ জাহান রেজাউল এম.বি.বি.এস ( ডি. ইউ) সিসিডি(বারডেম) ডি ও সি(স্কিন এবং ভেনেরোলজি) পিজিটি (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) কার্ডিয়াক আইসিইউ মেডিকেল অফিসার গ্রীন লাইফ হার্ট সেন্টার গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।