পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: অদ্য মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমানের এর পক্ষ থেকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ করেনা সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সালাম ও আবাসিক চিকিৎসক ডা. কবির সরদারের হাতে মালামাল তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ।

এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন,প্রচার সম্পাদক মো: আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো.ছাদেকুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাঁচু, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, উপজেলা আ‘লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।